ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

চল্লিশ বিশিষ্টজনকে সম্মাননা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৭
চল্লিশ বিশিষ্টজনকে সম্মাননা

ঢাকা: বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো দর্শক চাহিদার পুরোটা এখনো মেটাতে পারেনি। একসময় বিটিভি সুস্থ বিনোদন যোগান দিতে পারলেও তথ্য দিতে পারতো না। এখন বেসরকারি টিভি চ্যানেলগুলো তথ্য যোগান দিতে পারছে। কিন্তু সুস্থ বিনোদনের অভাব। এই দুয়ের সমন্বয় ঘটিয়ে দর্শক-শ্রোতাদের চাহিদা পূরণ করতে হবে।  

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে মানবিক কল্যাণ ফাউন্ডেশন আয়োজিত গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে আলোচকরা এই অভিমত ব্যক্ত করেন। অনুষ্ঠানে নতুন একটি টিভি চ্যানেল ‘হ্যাপিনেস টিভি’র পরীক্ষামূলক সম্প্রচার আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে শুরু হবে বলে ঘোষণা করা হয়।

২৪ ঘণ্টা বিনোদন অনুষ্ঠান সংবলিত এই নতুন চ্যানেলের স্লোগান হচ্ছে ‘বিশ্বব্যাপী বিনোদন’। অনুষ্ঠানে দেশসেরা ৪০ জন বিশিষ্ট গুণীজনকে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রখ্যাত চিত্রনায়ক ফারুক। বিশেষ অতিথি ছিলেন সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ, কম্প্রট্রোলার এ্যান্ড অডিটর জেনারেল মাসুদ আহমেদ, এটিএন বাংলার সিনিয়র কর্মকর্তা নওয়াজীশ আলী খান, চিত্রনায়িকা অঞ্জনা সুলতানা, দৈনিক কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক মোস্তফা কামাল, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান জ্ঞানরঞ্জন শীল, দুদকের পরিচালক নাসিম আনোয়ার, চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান। সভাপতিত্ব করেন মানবিক কল্যাণ ফাউন্ডেশনের মহাসচিব ও হ্যাপিনেস টেলিভিশনের চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম মিন্টু। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান, হ্যাপিনেস টিভির সিইও জাতীয় পুরস্কারপ্রাপ্ত মিডিয়া ব্যক্তিত্ব শহীদুল হক খান। স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও হ্যাপিনেস টিভির বার্তা সম্পাদক কবি হাসান হাফিজ।

গুণীজন  হিসেবে যারা সংবর্ধিত হয়েছেন, তাদের মধ্যে রয়েছেনঃ কবি মুনীর সিরাজ, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, হ্যাপিনেস টিভির এমডি ড. আবদুল কাইয়ুম আল আজহারী, ভাইস চেয়ারম্যান কে এম এজাজ মাহমুদ, চিত্রনায়িকা অরুণা বিশ্বাস, চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, ডা. মোঃ জাহাঙ্গীর আলম, কবি শায়লা হাফিজ, ইঞ্জিনিয়ার মোঃ আনোয়ারুল হক, ড. নাসরীন জেবিন, সাজ্জাদ মনি, আওলাদ হোসেন সরকার, অভিনয়শিল্পী জিনাত রেহানা, মডেল বুলবুল টুম্পা, নৃত্যশিল্পী সাদিয়া জাহিন সাজিদ প্রমুখ।

আলোচনা শেষে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সংগীত ও নৃত্য পরিবেশন করেন শিল্পী আবদুর রহমান, বদরুন্নেসা ডালিয়া, সুস্মিতা খান বাণী, মিথিলা মিলন, শামীমা হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৭
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।