ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আরও গান আসছে শাওনের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৭
আরও গান আসছে শাওনের শাওন আল-ফারুখ

ঢাকা: ‘হাসলে রাতে জোসনা ঝরে.. কাঁদলে রাতে শিশির পড়ে... হাজারো দর্শক ইউটিউবে গানটির উপভোগ করেছেন। গানটির শ্রোতারা সবাই মোহনীয় আবেশে জড়িয়েছেন। ইউটিউবে গানটি প্লে হচ্ছে বার বার। গানের শিল্পী শাওন আল-ফারুখ। প্রেরণা পাচ্ছেন আরও নতুন গানের। বের করবেন সলো অ্যালবামও।

বড় আকারে গানে কাজ না করলেও মিক্সড অ্যালবামে সিঙ্গেল ট্র্যাকে গান করেছেন। গানে আরও এগিয়ে যাওয়ার স্বপ্ন তার।

মৌলিক গানে মন জয় করতে চান লাখো মানুষের।

বগুড়ার ছেলে শাওন বাংলানিউজকে জানান, মৌলিক গানে এখন তিনি মনোযোগী। তার গাওয়া ‘সহজ সরল মেয়ে’ ইউটিউবে বেশ জনপ্রিয় হয়। গানটি লিখেছেন ও সুর করেছেন দুর্জয় অভি এবং মিউজিক কম্পোজিশনে ছিলেন শাহরুখ হোসেইন। এছাড়া গত মা দিবসে ‘মা ওগো মা’ শিরোনামের গান অডিও আকারে প্রকাশের পরই শ্রোতাদের মাঝে গানটি ভালো সাড়া পেয়েছেন। গানটি লিখেছেন তামিরুল ইসলাম মিল্লাত, গানটি গেয়েছেন ও সুর করেছেন শাওন নিজেই এবং মিউজিক কম্পোজিশন করেছেন নাফিউল ইসলাম।

শাওনের নতুন মিউজিক ভিডিও আসছে। ‘জড়িয়ে রাখো’ শিরোনামে তার নতুন গানের রেকর্ড শেষ হয়েছে। গানটি লেখা ও সুর এবং কম্পোজিশন করেছেন নাফিউল ইসলাম।

মিউজিক ভিডিও আকারে শিগগিরই গানটি আসবে বলে জানান শাওন।

গানেই এখন তার ভালোলাগা। বাংলায় অনার্স পড়াশোনা করছেন সরকারি আজিজুল হক কলেজে। বগুড়া শহরের ফুলবাড়ি এলাকায় তার বাড়ি।  

বাংলাদেশ সময়: ২৩১৩ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৭
এসএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।