ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বাড়িতে ফিরতে পেরে আনন্দ লাগছে: মানুসী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৮ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
বাড়িতে ফিরতে পেরে আনন্দ লাগছে: মানুসী মানুসী ছিল্লার (ছবি: সংগৃহীত)

সর্বশেষ ২০০০ সালে ভারতে ‘মিস ওয়ার্ল্ড’-এর মুকুট নিয়ে এসেছিলেন বলিউড ও হলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ১৭ বছর পর আবার সেই মুকুট নিয়ে এসে ভারতীয়দের গর্বিত করেছেন হরিয়ানার মেয়ে মানুসী ছিল্লার।

গত ১৮ নভেম্বর সন্ধ্যায় চীনের সমুদ্র সৈকতের শহর সানাইয়া সিটি এরেনায় বসেছিলো ‘মিস ওয়ার্ল্ড’-এর ৬৭তম আসর। যেখানে বিশ্বের ১২০টি দেশ থেকে আসা সুন্দরীদের হারিয়ে মাথায় সেরার মুকুট তুলে নিয়েছেন মানুসী।

মানুসী ছিল্লার (ছবি: সংগৃহীত)সৌন্দর্যে বিশ্ব জয় করে এবার দেশে ফিরলেন নতুন এই বিশ্বসুন্দরী। শনিবার (২৫ নভেম্বর) দিনগত রাত ২টার দিকে মুম্বাই বিমানবন্দরে এসে পৌঁছেছেন মানুসী। এসময় তাকে স্বাগত জানাতে এসেছিলেন হাজার হাজার মানুষ। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে মানুসীর আগমনের বেশ কয়েকটি স্থিরচিত্র।

ভারতে ফিরে মানুসী টুইটারে লিখেছেন, ‘বাড়িতে ফিরতে পেরে খুব আনন্দ লাগছে। ধন্যবাদ ইন্ডিয়া এতো সুন্দরভাবে স্বাগত জানানোর জন্য। ’

মানুসী ছিল্লার (ছবি: সংগৃহীত)সম্প্রতি ইউটিউবে প্রকাশিত হয়েছে মানুসীর একটি নাচের ভিডিও। যেখানে দেখা যাচ্ছে- ‘মিস ওয়ার্ল্ড’-এর চূড়ান্ত পর্বে বলিউড অভিনেত্রী দীপিকার পাড়ুকোন অভিনীত ‘রামলীলা’ ছবির ‘নাগারে সাং ঢোল বাজে’ গানের তালে নাচছেন তিনি। এরই মধ্যে ভাইরাল হয়ে গেছে ভিডিওটি।  

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।