ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

লম্বা ছুটিতে যাচ্ছেন লরেন্স

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
লম্বা ছুটিতে যাচ্ছেন লরেন্স জেনিফার লরেন্স (ফাইল ছবি)

অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী জেনিফার লরেন্স ছুটিতে যাচ্ছেন।

হলিউডে বিরতি দিয়ে বেশ বড়সড় ছুটিতেই যাচ্ছেন তিনি। মাঝের সময়টিতে কী করবেন তাও ঠিক করে ফেলেছেন।

মনোনিবেশ করবেন দুগ্ধ খামারে। সেখানে বেশ কিছু ছাগল পালন করবেন বলে পরিকল্পনা তার।

২০১০ সাল থেকে টানা কাজ করে যাওয়া ২৭ বছর বসয়ী লরেন্স এক সাক্ষাতকারে বলেন, একটা সুন্দর সাধারণ জীবন-যাপন করতে চাই। অবসর সময়ে ফার্ম প্রতিষ্ঠা করবো। যেখানে দুগ্ধবতী ছাগল থাকবে।

পাশাপাশি তিনি সাংগঠনিক বিভিন্ন কাজেও সময় দিতে চান। অচিরেই ছুটিতে যাচ্ছেন এই অভিনেত্রী।

‘দ্যা হাঙ্গার গেম’ সিরিজ, ‘সিলভার লাইনিং প্লে বুক’ এবং ‘প্যাসেঞ্জার’র মতো সুপার হিট ছবি উপহার দিয়েছেন জেনিফার লরেন্স। তবে কঠিন চিত্রনাট্যের কারণে সবশেষ ছবি ‘মাদার’ খানিকটা সমালোচিত হয়েছে।

২০১৩ সালে সেরা অভিনেত্রী হিসেবে অস্কার জিতেন জেনিফার লরেন্স। ‘সিলভার লাইনিংস প্লেবুক’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য মার্কিন এই অভিনেত্রী সর্বোচ্চ এ পুরস্কারটি অর্জন করেন।

জেনিফার লরেন্স ১৯৯০ সালের ১৫ আগস্ট যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন। অভিনয় জীবনের শুরু ২০০৬-এ। অস্কার জেতার আগে লরেন্স একাডেমি এবং গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড লাভ করেন।

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।