ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আফ্রিকান নেল-পিটারসের মাথায় মিস ইউনিভার্স মুকুট

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৬ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
আফ্রিকান নেল-পিটারসের মাথায় মিস ইউনিভার্স মুকুট ডেমি-লেই নেল-পিটারস (ছবি: সংগৃহীত)

মিস ইউনিভার্সের মুকুট উঠলো দক্ষিণ আফ্রিকান সুন্দরী ২২ বছর বয়সী ডেমি-লেই নেল-পিটারসের মাথায়। বিশ্বের ৯২ জন প্রতিযোগীকে পেছনে ফেলে ২০১৭ সালের খেতাব অর্জন করলেন তিনি।

মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে ঝলমলে অনুষ্ঠানের মধ্যদিয়ে তার মাথায় এই পুরস্কার তুলে দেওয়া হয়। এবার ছিল প্রতিযোগিতার ৬৬তম আসর।

 ১৯৫২ সালে ক্যালিফোর্নিয়ার লংবিচে প্রতিযোগিতার প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিল।

এবার দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে কলম্বিয়ার লরা গঞ্জালেস ও জ্যামাইকার ডেভিনা বেনেটকে।

নতুন মিস ইউনিভার্সকে মুকুট পরিয়ে দেন ২০১৬ সালের বিজয়ী ফরাসি সুন্দরী আইরিস মিতেনায়েরা।

মানুসী ছিল্লার সম্প্রতি মিস ওয়ার্ল্ড খেতাব জিতলেও ভারতের কোনো প্রতিদ্বন্দ্বী এ আসরের শীর্ষ দশেও নেই। দক্ষিণ আফ্রিকা বাদে শেষ দশে রয়েছে, যুক্তরাষ্ট্র, ভেনিজুয়েলা, ফিলিপিন্স, কানাডা, স্পেন, ব্রাজিল, কলোম্বিয়া, থাইল্যান্ড, জামাইকা থেকে আসা প্রতিযোগীরা।

নেল-পিটারসের জন্ম ১৯৯৫ সালে। ‘ব্যবসা ব্যবস্থাপনা’য় স্নাতক এই সুন্দরী মিস ইউনিভার্স প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বলেন, মিস ইউনিভার্স এমন একজন নারী যিনি ভয়কে জয় করেছেন। তার মাধ্যমে অন্যান্য নারীরাও ভয়কে জয় করতে এগিয়ে আসবেন। বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।