ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সুস্মিতার পথে যাবেন শ্রদ্ধা?

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
সুস্মিতার পথে যাবেন শ্রদ্ধা? শ্রদ্ধা শশীধর (সংগৃহীত ছবি)

মানুসী ছিল্লার পেরেছিলেন। কিন্তু শ্রদ্ধা শশীধর পারলেন না। এই নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে সংবাদ-বিশ্লেষণ।

সম্প্রতি মিস ওয়ার্ল্ড খেতাব জিতলেও ভারতের কোনো প্রতিদ্বন্দ্বী মিস ইউনিভার্সের শীর্ষ দশেও নেই এবার। কথা-বার্তা তা নিয়েই।

মিস ওয়ার্ল্ডে দীর্ঘ ১৭ বছরের খরা কাটিয়ে মানুষী ছিল্লর ভারতকে সেরার মুকুট এনে দিলেও, মিস ইউনিভার্স প্রতিযোগিতায় প্রাপ্তি কেবল দীর্ঘশ্বাস।

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে প্রতিযোগিতার ৬৬তম আসরে মুকুট ওঠে দক্ষিণ আফ্রিকান সুন্দরী ২২ বছর বয়সী ডেমি-লেই নেল-পিটারসের মাথায়। বিশ্বের ৯২ জন প্রতিযোগীকে পেছনে ফেলে ২০১৭ সালের খেতাব অর্জন করেন তিনি।

ভারতের সংবাদমাধ্যমগুলো তুলে ধরেছে, মিস ওয়ার্ল্ড জয়ের পর অনেকেই ভেবেছিলেন; হয়ত ১৯৯৪ সালের পুনরাবৃত্তি হবে। সেবার দুটো মুকুটই এসেছিল ভারতের ঘরে। মিস ওয়ার্ল্ড হয়েছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন, মিস ইউনিভার্স সুস্মিতা সেন। কিন্তু এবার সে স্বপ্ন অধরাই রয়ে গেলো!

ঐশ্বরিয়া ও সুস্মিতা দুজনই বিখ্যাত। শুরুটা তাদের মতো না হলেও মডেল শ্রদ্ধা আগামীতে সে পথে যেতেই পারেন। যার পুরোটাই নির্ভর করছে ভারতীয় চলচ্চিত্র দর্শকদের ওপর।

শ্রদ্ধার জন্ম ১৯৯৬ সালের, ৩ সেপ্টেম্বর। বয়স ২১। ভারতে তিনি মিস ডিভা’র মুকুট পরেন।
তার জন্ম চেন্নাইয়ে।

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।