ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আমিরকে চান বিশ্বসুন্দরী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৮ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
আমিরকে চান বিশ্বসুন্দরী আমির খানে ও মানুসী ছিল্লার (ছবি: সংগৃহীত)

গত ১৮ নভেম্বর সন্ধ্যায় চীনের সমুদ্র সৈকতের শহর সানাইয়া সিটি এরেনায় বসেছিলো ‘মিস ওয়ার্ল্ড’-এর ৬৭তম আসর। যেখানে বিশ্বের ১২০টি দেশ থেকে আসা সুন্দরীদের হারিয়ে মাথায় সেরার মুকুট তুলে নিয়েছেন হরিয়ানার মেয়ে মানুসী ছিল্লার।

নতুন এই বিশ্বসুন্দরীর চোখ এখন বলিউডে। তবে যেমন-তেমন নায়কের সঙ্গে নয়, বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের হাত ধরে বলিউডে পা রাখতে চান মানুসী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির খানের সঙ্গে অভিনয়ের ইচ্ছা প্রকাশ করে মানুসী জানান, ‘আমি অবশ্যই আমিরের সঙ্গে কাজ করতে চাই। আমার মতে, তিনি এমন একজন অভিনেতা যিনি সবসময় চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করে থাকেন। একইসঙ্গে তার অভিনীত ছবিগুলো সমাজের জন্য কিছু বার্তাও দিয়ে যায়। এটি সত্যিই খুব চমৎকার। এছাড়া অভিনেত্রীদের মধ্যে আমার পছন্দের তালিকায় রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। ’

বাংলাদেশ সময়: ১০৪৪ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।