ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আসছে ‘দ্য কপিল শর্মা শো রিটার্নস’ তবে…

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৯ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
আসছে ‘দ্য কপিল শর্মা শো রিটার্নস’ তবে… কপিল শর্মা (ছবি: সংগৃহীত)

সুনীল গ্রোভারের শো ছেড়ে চলে যাওয়া, শো-এর দৃশ্যধারণের সময় সেটে কপিলের উপস্থিত না থাকা ও বারবার অসুস্থ হয়ে পড়া ইত্যাদি কারণে আগস্টে বন্ধ হয়ে গিয়েছিলো ‘দ্য কপিল শর্মা শো’।   

চমকপ্রদ তথ্য হলো- আবারও সোনি এন্টারটেইনমেন্ট চ্যানেলে দেখা যাবে জনপ্রিয় এই কমেডি শো। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে ‘দ্য কপিল শর্মা শো রিটার্নস’ নিয়ে হাজির হচ্ছেন কপিল শর্মা।

তবে, এবারের মৌসুমে পাওয়া যাবে না সুনীল গ্রোভারকে।

‘ফিরাঙ্গি’ ছবির প্রচারণা নিয়ে কাজ করছেন কপিল শর্মা। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন ঈশিতা দত্ত। আগামী ১ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।