ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

অর্জুন-আথিয়ার প্রেম বিচ্ছেদ!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৮ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৭
অর্জুন-আথিয়ার প্রেম বিচ্ছেদ! অর্জুন-আথিয়া (ফাইল ছবি)

বলিউড পাড়ায় প্রেম-বিচ্ছেদ নতুন কিছু নয়। হরহামেশাই তারকাদের নতুন প্রেম ও বিচ্ছেদের খবর আসে। তবে কখনও কেউ কেউ সম্পর্কের কথা স্বীকার করে নেন। আবার কারো বিষয় গুঞ্জন হিসেবেই রয়ে যায়।

বলিউড সুপারস্টার অনিল কাপুরের বড় ভাই প্রযোজক বনি কাপুরের ছেলে অর্জুন কাপুর। সুনীল শেঠির মেয়ে আথিয়া শেঠির সঙ্গে তার প্রণয়ের খবর পুরনো।

তবে সম্প্রতি খবর রটেছে তাদের নাকি বিচ্ছেদ হয়ে গেছে!

তবে প্রেমের কথাটা শুরু থেকে অস্বীকার করে আসছিলেন অর্জুন-আথিয়া। বিচ্ছেদের ব্যাপারটাও উড়িয়ে দিচ্ছেন ‘মুবারকন’ জুটি। তাদের ভাষ্যে, সম্পর্কটাই বা কবে ছিল? একটা বন্ধুত্বকে প্রেমের সম্পর্ক বলে বাজারে চালানো হয়। তাই প্রেমটাই যখন ছিল না, বিচ্ছেদেরও কোনো ব্যাপার নেই।

২০১২ সালে ‘ইশকজাদে’ ছবির মধ্য দিয়ে নায়কের খাতায় নাম লেখান ‘গুণ্ডে’ খ্যাত এই অভিনেতা। অভিনয় করেছেন ‘আওরঙ্গজেব’, ‘টু স্টেটস’ ও ‘হাফ গার্লফ্রেন্ড’র মতো ছবিতে।

এদিকে ২০১৫ সালে আথিয়ার প্রথম ছবি ‘হিরো’ মুক্তি পায়। এর দুবছর পর অর্জুন-আথিয়ার প্রথম অনস্ক্রিন কেমিস্ট্রি ধরা পড়ে ‘মুবারকন’ ছবির মধ্যে দিয়ে।  

তখনই প্রথম তাদের প্রেমের গুঞ্জন চাউর হয়। শোনা যায়, এই ছবিতে আথিয়াকে নেওয়ার জন্য পরিচালক ও প্রযোজকের কাছে সুপারিশ করেছিলেন অর্জুন। তবে তিনি জানান ভিন্ন কথা। এই প্রসঙ্গে তিনি বলেন, আমি আথিয়াকে অনেক দিন ধরেই চিনি। সে আমার বোনের বন্ধু। আমারও বন্ধু। মানুষ এ কথা ভুলে যায় যে বলিউডে, বিশেষ করে ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেকেই বন্ধু হতে পারেন।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৭
জেআইএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।