ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

কিশোরগঞ্জে ৩ দিনব্যাপী লোক সংগীত উৎসব

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৭
কিশোরগঞ্জে ৩ দিনব্যাপী লোক সংগীত উৎসব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে তিন দিনব্যাপী লোক সংগীত উৎসবের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাতে জেলা শহরের আখড়াবাজার ব্রিজ সংলগ্ন মুক্ত চত্বরে এ লোক সংগীত উৎসবের আয়োজন করে কিশোরগঞ্জের আবুল হাশেম সংগীত একাডেমী।

উৎসবের উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুক্তিযোদ্ধা মো. জিল্লুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন- কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান, গণতন্ত্রী পার্টির জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, আবুল হাশেম সংগীত একাডেমীর প্রতিষ্ঠাতা বেতার ও বাংলাদেশ টেলিভিশনের শিল্পী আবুল হাশেম, সুজনের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সরকারসহ সুধীজন ও স্থানীয় লোক সংগীত শিল্পীরা। উৎসবে প্রখ্যাত গীতিকার ও সুরকার ওস্তাদ অমর চন্দ্র শীলকে সংবর্ধনা দেয়া হয়। পরে লোক সংগীত শিল্পীরা তাদের গান পরিবেশন করেন। উৎসব চলবে ৭ থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।