ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

টিজার এলো, মুক্তি জানুয়ারিতে (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৭
টিজার এলো, মুক্তি জানুয়ারিতে (ভিডিও) বন্ধন ছবির কলাকুশলীরা

পাঁচ বন্ধু হঠাৎ নিখোঁজ। এই নিয়ে শহর জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। তাদের খুঁজতে মরিয়া পরিবার। এদিকে জোকার বেশে একটি লোক ঘুরছেন সর্বত্র। কে সেই ব্যক্তি? এবং পাঁচ বন্ধুই বা কোথায় হারালো? 

প্রশ্ন দুটির জন্ম দিয়েছে অনন্য মামুন পরিচালিত ‘বন্ধন’ টিজার। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যার ইউটিউবে ছবিটির টিজার প্রকাশ পায়।

টিজার প্রকাশের পর বাংলানিউজকে অনন্য মামুন বলেন, বন্ধনের সব কাজ প্রায় শেষ। এখন সেন্সরে জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছি। আশা করছি জানুয়ারিতে মুক্তি দিতে পারব।

ছবিতে তিন জুটিকে দেখা যাবে। শিপনের বিপরীতে এমি, সাঞ্জু জন’র বিপরীতে স্পর্শিয়া ও তানভীরের বিপরীতে কলকাতার মেয়ে মৌমিতা। রয়েছেন মিশা সওদাগরও।
বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৭
জেআইএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।