ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ছবি হিট না হলে চলচ্চিত্র ছাড়ার ঘোষণা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৫ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৭
ছবি হিট না হলে চলচ্চিত্র ছাড়ার ঘোষণা ‘অন্তর জ্বালা’ সিনেমার একটি দৃশ্য, (ছবি: সংগৃহীত)

ঢাকা: ‘রক্ত ওর লাইগা নতুন কিছু না। সেই ছোটবেলা থেইক্কা রক্ত দিয়া কাটতো ওর সারাটা দিন। রক্ত দিয়া হইতো দিনের শুরু, আর রক্ত দিয়াই দিনের শেষ’।

মালেক আফসারী’র ‘অন্তর জ্বালা’ ছবির ট্রেলারের শুরুতেই এমন কড়া সংলাপ শুনতে পাবেন। একজন যুবককে উদ্দেশ্য করে কথাগুলো বলা হচ্ছে।

তিনি ছবির নায়ক জায়েদ খান।

চার মিনিট ১৩ সেকেন্ডের ট্রেইলারটি ইউটিউবে প্রকাশ পেয়েছে। পুরো ট্রেইলারজুড়ে উত্তেজনা ভরপুর। যেমন ছিল মারামারি কিংবা হট্টগোলের দৃশ্য তেমনি পাওয়া গেছে রোমান্সও। এতে ফুটে ওঠে প্রয়াত চিত্রনায়ক মান্না ভক্ত আলালের গল্প। ছবিটিতে জায়েদ খানের বিপরীতে অভিনয় করেছেন পরীমনি।  

আগামী ১৫ ডিসেম্বর ‘অন্তর জ্বালা’ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ছবিটি নিয়ে পরিচালক, নায়ক-নায়িকা ও এর কলাকুশলীরা বেশ আশাবাদী। ছবি হিট না হলে চলচ্চিত্র ছাড়ারও ঘোষণা দেবেন এর নির্মাতা, এমনটাই জানিয়েছেন। জানা যায়, হল বুকিংয়ের দিক দিয়েও ছবিটি রেকর্ড গড়তে পারে।

সিনেমাটি প্রযোজনা করেছে জেড কে ফিল্মস। পরিবেশনায় আছে মান্নার প্রতিষ্ঠান কৃতাঞ্জলি চলচ্চিত্র। আরও অভিনয় করেছেন চিত্রনায়ক জয় চৌধুরী, চিত্রনায়িকা মৌমিতা মৌ, অমিত হাসান, প্রয়াত খল অভিনেতা মিজু আহমেদ, সাঙ্কু পাঞ্জা, রেহেনা জলি, বড়দা মিঠু, চিকন আলীসহ অনেকে।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৭
জেআইএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।