ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

কোহলি-আনুশকার বিয়ে মঙ্গলবার মিলানে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৭
কোহলি-আনুশকার বিয়ে মঙ্গলবার মিলানে কোহলি-আনুশকা একসঙ্গে (কিছু দিন আগের ছবি)

ভারতীয় সংবাদমাধ্যমগুলোকে নাছোড়বান্দা বলতেই হচ্ছে। তাদেরই বদৌলতে সময় যতোই যাচ্ছে ততোই স্পষ্ট হচ্ছে বিয়ের বিষয়টি।

ভারতের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার বিয়ে মঙ্গলবার (১২ ডিসেম্বর) হওয়ার পাকা তথ্য দিয়েছে তারা।  

ইতালির তাসকানি অঞ্চলে বিয়ে নিয়ে প্রস্তুতি চলছে।

এছাড়া মিলানের একটি অভিজাত হোটেলে বিয়ের আনুষ্ঠানিকতা সারা হতে পারে। বিয়ের পুরোহিতও ইতোমধ্যে দেশটিতে অবস্থান করছেন বলেও খবর বেরিয়েছে।

এদিকে আনুশকার বাবা তার কিছু বন্ধুকে মুম্বাইতে আনুষ্ঠানিক সংবর্ধনার জন্য আমন্ত্রণ জানিয়েছেন বলে সূত্রগুলো উল্লেখ করেছে।

কোহলি ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে ছুটি চেয়েছেন বারবার। কিন্তু পাননি। ছুটির প্রসঙ্গ ওঠায় অনেকেই ধারণা করেছিলেন হয়ত এবার বুঝি বিয়েই হচ্ছে। আর নায়িকা আনুশকাও ডিসেম্বরে কোনো কাজ হাতে রাখেননি। সব মিলিয়ে ব্যাটে-বলে মিলে গেছে।

গত বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) ইতালির উদ্দেশ্যে রওয়ানা হন আনুশকা ও তার পরিবারের সদস্যরা। পৌঁছান শুক্রবার (০৮ ডিসেম্বর)।

কোহলিকে বিয়ে করতে ইতালিতে আনুশকা!বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।