ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সালমানকে বাবা দেখতে চান রানী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৩ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৮
সালমানকে বাবা দেখতে চান রানী সালমান খান ও রানী মুখার্জি

স্বামী-সন্তান নিয়ে ব্যস্ত থাকার কারণে দীর্ঘদিন রূপালি পর্দার আড়ালে ছিলেন রানী মুখার্জি। সবশেষ ২০১৪ সালে ‘মারদানি’তে দেখা গেছে বলিউডের এই অভিনেত্রীকে। তিন বছর বিরতির পর ‘হিচকি’র মধ্য দিয়ে প্রত্যাবর্তন করছেন রানী। বর্তমানে এর প্রচারণা নিয়েই ব্যস্ত রয়েছেন তিনি।

এবার ছবিটির প্রচারণার জন্য সালমানের সঞ্চালিত অনুষ্ঠান ‘বিগ বস’-এর মঞ্চকে বেছে নিয়েছেন রানী। সম্প্রতি সেই পর্বের শুটিংয়ে অংশ নিয়েছিলেন দু’জনে।

যেখানে খুনসুটিতে মেতে উঠেন দুই বন্ধু। এমনকি সালমানকে বাবা হওয়ার পরামর্শ দেন ‘মারদানি’খ্যাত এই তারকা।

এ প্রসঙ্গে সেটের একটি ঘনিষ্ঠসূত্র জানান, সবাই আশা করেছি পর্বটি দারুণ হবে। এর শুটিংয়ে অনেক মজা হয়েছে। সিনেমার প্রচারণা করতে গিয়ে রানী বিয়ের প্রসঙ্গ টেনে সালমানের হিচকি তুলে দিয়েছেন। রানী বলেছেন, সবাই সালমানকে বিয়ের কথা জিজ্ঞেস করে এখন তার উচিত বিয়ে ছাড়াই সরাসরি সন্তানের বাবা হওয়া। এর জবাবে সালমান বলেন, এটি বিয়ের চেয়ে ভালো বুদ্ধি।

সিদ্ধার্থ পি মালহোত্রা পরিচালিত ও যশরাজ ফিল্মস প্রযোজিত ‘হিচকি’ মুক্তি পাবে আগামী ২৩ ফেব্রুয়ারি। এতে ‘টোরেটে সিনড্রম’ আক্রান্ত ন্যাইনা মাথুর নামের এক শিক্ষিকার চরিত্রে দেখা যাবে রানীকে।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।