ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

জাহিদ হাসানের পর এবার পরমব্রত

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৮
জাহিদ হাসানের পর এবার পরমব্রত জাহিদ হাসান ও পরমব্রত চট্টোপাধ্যায়

বছর শুরুতে নতুন ছবির খবর জানিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’ ছবিতে অভিনয় করছেন শক্তিমান এই অভিনেতা। ৫ জানুয়ারি (শুক্রবার) রাজধানীর কোক স্টুডিওতে ছবিটির শ্যুটিং শুরু হয়েছে।

এরইমধ্যে খবর এলো ছবিটিতে অভিনয় করছেন কলকাতার বিখ্যাত অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। চুপিসারে ছবিটির অভিনয়েও অংশ নিয়েছেন এ অভিনেতা।

 

শনিবার (৬ জানুয়ারি) ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে।

জানা যায়, এ ছবিতে পলাশ নামে একটি চরিত্রে পরমব্রত অভিনয় করছেন। যে চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং। সেজন্য ৩০ ডিসেম্বর থেকে পরমব্রত নিয়মিত ছবিটির মহড়ায় অংশ নেন। এতে ’২২শে শ্রাবণ’ খ্যাত এই অভিনেতার লুকেও বেশ চমক থাকছে।  

ছবিটির সহ-প্রযোজক হিসেবে থাকছেন ছবিয়াল ও জার্মানির টেনডেম প্রোডাকশনস। ‘শনিবার বিকেল’-এ আরও অভিনয় করছেন অস্কার মনোনীত ফিলিস্তিনি অভিনেতা অভিনেতা ইয়াদ হুরানী এবং বাংলাদেশের নুসরাত ইমরোজ তিশা।  

পরমব্রত এর আগে বাংলাদেশের ‘ভুবন মাঝি’ ও ‘ভয়ংকর সুন্দর’ চলচ্চিত্রে অভিনয় করেছেন।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৮
জেআইএম/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।