ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শ্রীদেবীর আঁকা সোনাম-মাইকেলের ছবি নিলামে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৮
শ্রীদেবীর আঁকা সোনাম-মাইকেলের ছবি নিলামে সোনম কাপুর, শ্রীদেবী ও মাইকেল জ্যাকসন

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীদেবী। তার অভিনয় দক্ষতা নিয়ে নতুন করে বলার কিছুই নেই। কিন্তু অভিনয় ছাড়াও তার ছবি আঁকার হাত যে বেশ চমৎকার এটি হয়তো খুব কম লোকেই জানেন।

আগামী মাসে দুবাইতে শ্রীদেবীর আঁকা কিছু ছবি নিলামে উঠবে। যার মধ্যে রয়েছে বলিউডের লাস্যময়ী অভিনেত্রী সোনাম কাপুরের একটি ছবি।

মজার ব্যাপার হলো- ২০০৭ সালে সোনমের ‘সাওয়ারিয়া’ মুক্তির পর এটি এঁকেছিলেন শ্রীদেবী।

নিলামে শ্রীদেবীর আঁকা সোনামের ছবিটির মূল্য ধরা হয়েছে ১০ লাখ রুপি। এই পুরো অর্থ ব্যয় করা হবে দাতব্য খাতে। দুবাইয়ে সোনম কাপুরের অনেক ভক্ত রয়েছে। ধারণা করা হচ্ছে এই কারণে ছবিটি এতো চরা মূল্য ধরা হয়েছে।

একই সঙ্গে শ্রীদেবীর আঁকা প্রয়াত পপ সম্রাট মাইকেল জ্যাকসনের একটি ছবিও নিলামে উঠবে। যার মূল্য ৮ লাখ রুপি।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৮
জেআইএম/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।