ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

কলকাতার ছবিতে ইমরানের গান (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৮
কলকাতার ছবিতে ইমরানের গান (ভিডিও) ইমরান মাহমুদুল

প্রথমবারের মতো কলকাতার ছবিতে গাইলেন সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। ইন্দ্রজিৎ চক্রবর্তী পরিচালিত ‘রং রুট’ নামের একটি ছবিতে ‘মন এ কেমন’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি।

এর সুর ও সংগীতায়োজন করেছেন দেব সেন। এতে ইমরানের সঙ্গে গেয়েছেন বলিউড ও কলকাতার আলোচিত গায়িকা মহালক্ষ্মী আইয়ার।

এটি লিখেছেন রিভো।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইমরান লিখেছেন, ‘উপভোগ করুন এই ফুরফুরে প্রেমের গান। এবারই প্রথম কলকাতার ছবির জন্য গাইলাম। ’

গানটির সঙ্গে পর্দায় ঠোঁট মিলিয়েছেন রাহুল মজুমদার ও প্রীতি বিশ্বাস। এর ভিডিও এখন কলকাতার সংগীত বাংলা চ্যানেলে নিয়মিত প্রচারিত হচ্ছে।  

** ‘মন এ কেমন’ গানের ভিডিও

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।