ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

এবারের হাউসফুলে তারা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩১ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৮
এবারের হাউসফুলে তারা! পরিণীতি চোপড়া, দিশা পাতানি ও কিয়ারা আদভানি

বলিউডের জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে ‘হাউসফুল’ অন্যতম। ইতিমধ্যে মুক্তি পেয়েছে এর তিনটি কিস্তি। কিছুদিন আগে এর চতুর্থ কিস্তি নির্মানের ঘোষণা দিয়েছেন নির্মাতারা।

পুনর্জন্মের গল্প নিয়ে নির্মিত হবে ‘হাউসফুল ফোর’। প্রতিবারের মতো এবারের পর্বেও পাওয়া যাবে অক্ষয় কুমার ও রিতেশ দেশমুখকে।

তবে অভিষেক বচ্চন থাকছেন কিনা তা এখনও নিশ্চিত নয়। এছাড়া ছবিতে নতুনভাবে যুক্ত হয়েছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত ও জন আব্রাহাম।

ছবিতে নায়িকা হিসেবে কারা থাকবেন সেসময় জানানো হয়নি সেটি। এবার জানা গেলো তাদের নাম। শোনা যাচ্ছে- বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া, দিশা পাতানি ও কিয়ারা আদভানিকে দেখা যেতে পারে ‘হাউসফুল ফোর’-এ। তবে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি নির্মাতাদের পক্ষ থেকে।

এর আগে ২০১০ সালে মুক্তি পায় এ ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবি ‘হাউসফুল’। এরপর ২০১২ সালে মুক্তি পায় ‘হাউসফুল টু’। সর্বশেষ ‘হাউসফুল থ্রি’ মুক্তি পায় ২০১৬ সালে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।