ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শপিং মলে হেনস্তার শিকার হিনা খান (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৮
শপিং মলে হেনস্তার শিকার হিনা খান (ভিডিও) হিনা খান (ছবি: সংগৃহীত)

প্রায় শেষের দিকে চলে এসেছে বলিউড অভিনেতা সালমান খানের সঞ্চালিত অনুষ্ঠান ‘বিগ বস-১১’। গ্র্যান্ড ফিনালের আগের ‘টাস্ক’-এর জন্য মুম্বাইয়ের একটি শপিং মলে নিয়ে যাওয়া হয়েছিলো বিগ বসের চার ফাইনালিস্ট হিনা খান, লাভ তেয়াগি, বিকাশ গুপ্তা ও শিল্পা শিন্দেকে। আর সেখানেই হেনস্তার শিকার হতে হয় হিনাকে।

সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, মুম্বাইয়ের ওই শপিং মলে গিয়ে কিভাবে ‘টাস্ক’ শেষ করবেন, তা বুঝে ওঠার আগেই সেখানকার মানুষ ঘিরে ধরেন চার প্রতিযোগীকে। শুধু তাই নয়, হিনার চুল ধরেও টান দেওয়া হয় সেখানে।

পরবর্তীতে সেখান থেকে দ্রুত সরিয়ে নেওয়া হয় তাদের।

এরই মধ্যে অন্তর্জাল দুনিয়ায় ছড়িয়ে পড়েছে হিনার চুল ধরে টানার সেই ভিডিও। রীতিমতো ভাইরাল হয়ে উঠেছে সেটি।

** হিনা খানের চুল টান দেওয়ার ভিডিও

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।