ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শিরোনামহীনের নতুন গান ‘বোহেমিয়ান’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৮
শিরোনামহীনের নতুন গান ‘বোহেমিয়ান’ ‘বোহেমিয়ান’

গেল বছর জনপ্রিয় ব্যান্ড দল শিরোনামহীন ছেড়েছেন লিড ভোকালিস্ট তুহিন। এরপর গড়েছেন নতুন দল ‘আভাস’। তবে বসে নেই শিরোনামহীনও। 

ডিসেম্বরে তুহিনকে ছাড়াই তারা নতুন গান ‘জাদুকর’ প্রকাশ করেছে। তখন তারা জানায়, প্রতিমাসেই তাদের একটি করে নতুন গান প্রকাশ পাবে।

যেমন কথা তেমন কাজ। এবার তুহিনকে ছাড়া ব্যান্ডটি বের করলো তাদের দ্বিতীয় গান ‘বোহেমিয়ান’।

আগামী মাসে পাওয়া যাবে দলটির নতুন গান ‘বারুদ সমুদ্র’।  

রোববার (৭ জানুয়ারি) ‘বোহেমিয়ান’ গানটির মিউজিক ভিডিও ইউটিউবে প্রকাশ করা হয়েছে। এতে কণ্ঠ দিয়েছেন নতুন ভোকালিস্ট শেখ ইশতিয়াক।

শিরোনামহীনের প্রধান ও গিটারিস্ট জিয়া রহমানের জন্মদিন উপলক্ষে এদিন গানটি মুক্তি পায়। ইনডোরে নির্মিত ভিডিওটি পরিচালনা করেছেন আশরাফ শিশির।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৮
জেআইএম/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।