ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘জিরো’ দিয়ে শুরু করলেন আনুশকা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৫ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৮
‘জিরো’ দিয়ে শুরু করলেন আনুশকা আনুশকা শর্মা (ছবি: সংগৃহীত)

গত ১১ ডিসেম্বর ইতালির তাসকেনি রিসোর্টে ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। সেখান থেকেই মধু চন্দ্রিমার জন্য সরাসরি ফিনল্যান্ডে চলে যান এই নব-দম্পতি।

এরপর নিজ দেশে ফিরে দিল্লি ও মুম্বাইতে আয়োজন করেন দুটি বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের। পরে স্বামী বিরাটের সঙ্গে উড়াল দেন দক্ষিণ আফ্রিকায়।

এবার সেখান থেকে ফিরেই কাজে যোগ দিলেন বলিউডের এই অভিনেত্রী। শুরু করলেন আনন্দ এল রাই পরিচালিত ‘জিরো’ ছবির দিয়ে।

ছবি: সংগৃহীতরোববার (৭ জানুয়ারি) কর্মস্থলে যোগ দিয়েছেন আনুশকা। বিয়ের পর কর্মক্ষেত্রে পা রেখেই এই তারকা পেয়েছেন ফুলের শুভেচ্ছা। এছাড়া উপহার হিসেবে পেয়েছেন স্বামী বিরাট কোহলির সঙ্গে তার অনেকগুলো বাঁধাই করা ছবি।

‘জিরো’তে আনুশকার সহশিল্পী হিসেবে রয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। এতে বামন চরিত্রে অভিনয় করছেন কিং খান। এরই মধ্যে ইউটিউবে প্রকাশিত হয়েছে ছবিটির ট্রেলার। এছাড়া তাদের পাশাপাশি আরও দেখা যাবে ক্যাটরিনা কাইফকে। আগামী ২১ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।