ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

কেনো আদিত্যকে ভালোবেসেছিলেন রানী?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
কেনো আদিত্যকে ভালোবেসেছিলেন রানী? রানী মুখার্জি ও আদিত্য চোপড়া

‘আমার স্বামী সবসময় ব্যক্তিগত তথ্য খুব যত্ন সহকারে সংরক্ষণ করেন। তিনি কখনো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যক্তিগত জিনিস প্রকাশ করেন না। কাজ শেষে পরিবারের সঙ্গে সময় কাটান। যা সবসময় আকৃষ্ট করেছে আমায়। আর এ কারনেই তাকে ভালোবেসে ফেলি।’

সম্প্রতি এক ভারতীয় সংবাদ মাধ্যমের দেওয়া সাক্ষাৎকারে স্বামী চলচ্চিত্র নির্মাতা আদিত্য চোপড়াকে নিয়ে এমনটাই মন্তব্য করেছেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি।

‘মারদানি’খ্যাত এই তারকা আরও বলেন, আমি বলিউড ইন্ডাস্ট্রিতে শুরু থেকে এখন পর্যন্ত শুধু একজন ব্যক্তিকে সবচেয়ে বেশি শ্রদ্ধা করি।

তিনি হচ্ছেন আমার স্বামী। আদির মতো মানুষ খুব কমই আছেন। তার চলা ফেরা, কাজের ধরন সবকিছু অন্যদের থেকে আলাদা। যার ফলে আমরা ভালো দম্পতি হিসেবে সুখে শান্তিতে সংসার করছি।

২০১৪ সালে গোপনে ইতালিতে বিয়ের পিঁড়িতে বসেন ‘ব্ল্যাক’ খ্যাত এই অভিনেত্রী। আদিরা নামে কন্যা সন্তান রয়েছে তাদের।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, ১০ জানুয়ারি
জেআইএম/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।