ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সাইফের প্রশংসায় পঞ্চমুখ আমির

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮
সাইফের প্রশংসায় পঞ্চমুখ আমির ছবি: সংগৃহীত

শুক্রবার (১২ জানুয়ারি) প্রেক্ষাগৃহে আসছে অক্ষত ভার্মা পরিচালিত ও সাইফ আলি খান অভিনীত ‘কালাকান্দি’। এর আগেই সকলের প্রশংসা কুড়ালো ছবির কলাকুশলীরা। তাও আবার যেমন-তেমন কারও থেকে নয়, বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের থেকে।  

মঙ্গলবার (০৯ জানুয়ারি) ‘কালাকান্দি’র বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছিলেন নির্মাতারা। যেখানে উপস্থিত ছিলেন- আমির খান, কারিনা কাপুর খান, প্রযোজক সিদ্ধার্থ রয় কাপুর, আদিত্য রয় কাপুর, সিদ্ধার্থ মালহোত্রা, সোনু নিগাম, শ্রুতি হাসান, অক্ষরা হাসানসহ প্রমুখ।

‘কালাকান্দি’ দেখার পর এর প্রশংসায় পঞ্চমুখ হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে আমির লিখেছেন, মজারদার একটি ছবি ‘কালাকান্দি’। অনেকদিন পর খুব হাসলাম। সবশেষ অক্ষতর ‘দেলি বেলি’ ছবির চিত্রনাট্য পরে এতোটা হেসেছিলাম। তোমাকে নিয়ে গর্বিত অক্ষত। দারুণ শুরু। অসাধারণ অভিনয় সাইফ।

‘কালাকান্দি’ ছবির মধ্য দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন অক্ষত। এতে সাইফ আলি খানের পাশাপাশি আরও রয়েছেন- সোবিতা ধুলিপালা, অক্ষয় ওবেরয়, ইশা তালওয়ার, দীপাক দোবরিয়াল, বিজয় রাজ, কুণাল রয় কাপুর, শেহনাজ ত্রিসূরি, আমিরা দাস্তুরসহ প্রমুখ।

** ‘কালাকান্দি’ ছবির ট্রেলার

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।