ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

কাজী নজরুলের চিঠিপত্র বের হচ্ছে অ্যালবাম আকারে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৩ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৮
কাজী নজরুলের চিঠিপত্র বের হচ্ছে অ্যালবাম আকারে কাজী নজরুলের চিঠিপত্র অ্যালবাম আকারে বের করার উদ্যোগ নেওয়া হয়েছে

কলকাতা: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা চিঠিপত্র এবার বের হচ্ছে সিডি অ্যালবাম আকারে।

অমূল্য এইসকল রচনা-যা বিদ্রোহী কবি একসময় লিখেছিলেন সমসাময়িক রবীন্দ্রনাথ ঠাকুর, কবি জসীম উদ্দিন প্রমুখদের উদ্দেশ্যে। সাহিত্য তো বটেই সামাজিক-রাজনৈতিক তথা ঐতিহাসিক প্রেক্ষাপটে এর গুরুত্ব অপরিসীম।

'ছায়ানট (কলকাতা)' সংস্থার উদ্যোগে নভেম্বর ২০১৭ থেকে স্টুডিও ভাইব্রেশনে ‘ইতি কাজী নজরুল ইসলাম’ সংকলনটির রেকর্ডিংয়ের কাজ শুরু হয়েছে। রেকর্ডিংয়ের ফাঁকে

চলবে  ধাপে ধাপে। শেষ হতে পারে আগামি ফেব্রুয়ারি মাসের মধ্যে।

এখনও পর্যন্ত পাঠে অংশ নিয়েছেন, কল্যাণী কাজী, দেবাশিস বসু, অলকনন্দা রায়, মধুমিতা বসু, ঋতব্রত ভট্টাচার্য, দিলরুবা খানম্, নাসিমা খান বকুল (বাংলাদেশ) প্রমুখ। এর ভাবনা, পরিকল্পনা ও পরিচালনায় রয়েছেন নজরুল সংগীত শিল্পী সোমঋতা মল্লিক।

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭

টিএইচ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।