ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ভালোবাসা দিবসে নিশো-তিশার চলচ্চিত্র

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৮
ভালোবাসা দিবসে নিশো-তিশার চলচ্চিত্র ‘বাঁক’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের দৃশ্যে আফরান নিশো ও তানজিন তিশা

সম্পতি অনলাইনে প্রকাশ পেয়েছে ‘বড় ভিড়’ গানের ভিডিও। অনেকে হয়তো ভাবছেন এটি মিউজিক ভিডিও। কিন্তু না! এটি একটি চলচ্চিত্রের গান। যা প্রকাশ করা হয়েছে মিউজিক ভিডিও’র আদলে। স্বপ্লদৈর্ঘ্য চলচ্চিত্রটির নাম ‘বাঁক’।

এটি পরিচালনা করেছেন মাহমুদ মাহিন। পাশাপাশি এর চিত্রনাট্য ও সম্পাদনার কাজও করেছেন তিনি নিজেই।

ঢাকা ও চট্টগ্রামে হয়েছে এর দৃশ্যধারণ। আসছে ফেব্রুয়ারিতে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে অনলাইনে মুক্তি দেওয়া হবে চলচ্চিত্রটি।

এ প্রসঙ্গে মাহিন বাংলানিউজকে বলেন, ‘বাঁক’ আমার তৃতীয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এর গল্প রোমান্টিক, যাতে বেদনাও রয়েছে। আমি সমাজের সহজ একটি ভালোবাসার গল্প পর্দায় তুলে ধরার চেষ্টা করেছি।

‘বাঁক’-এ জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন অভিনেতা আফরান নিশো ও তানজিন তিশা। আছেন অভিনেতা লুৎফর রহমান জর্জ।

ডেডলাইন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাওয়া ‘বড় ভিড়’ গানটিতে কণ্ঠ দিয়েছেন ফাহিম ইসলাম। কথা লিখেছেন রাহুল বাঞ্জা ও মিউজিক করেছেন অম্লান।

** দেখুন ‘বাঁক’ ফিল্মে ‘বড় ভিড়’ শিরোনামের গানটি

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।