ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

প্রেম করছেন জোলি!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৮
প্রেম করছেন জোলি! অ্যাঞ্জেলিনা জোলি

হলিউড দম্পতি অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিটের সংসারে ভাঙন ধরে গত বছরের সেপ্টেম্বরে। তারপর থেকেই ছয় সন্তান নিয়ে আলাদা থাকছেন জোলি। নতুন খবর হলো, কম্বোডিয়ান পরিচালক প্রাচ লে’র সঙ্গে মন দেওয়া-নেওয়া চলছে অস্কারজয়ী এই অভিনেত্রীর। পশ্চিমা গণমাধ্যমগুলো এমন খবর প্রচার করছে।

কিছুদিন আগে জোলি ও প্রাচ লে’কে নিয়ে ‘অ্যা পারফেক্ট ম্যাচ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে ওকে! ম্যাগাজিন। সেখান থেকেই এই প্রেমের গুঞ্জনের শুরু।

যদিও এ প্রসঙ্গে একটি ঘনিষ্ঠ সূত্র জানায়, জোলি এখন কারও সঙ্গে প্রেম করছেন না। সন্তানদের চাহিদা কীভাবে পূরণ করবেন তা নিয়েই এখন তার সব ভাবনা।

অ্যাঞ্জেলিনা জোলিযোগ করে ওই সূত্র আরও জানায়, জোলি ও প্রাচ লে একে অপরের ভালো বন্ধু। এছাড়া জোলির কাজের ভক্ত প্রাচ লে। তার দেশ কম্বোডিয়ায় ‘ফার্স্ট দে কিল মাই ফাদার’ ছবিটি পরিচালনার কাজ করেন জোলি। তখনই তাদের পরিচয় হয়।

এছাড়া জোলির বড় ছেলে ম্যাডক্সের সঙ্গে লে’র সম্পর্ক ভালো। ম্যাডক্সকে কম্বোডিয়া থেকেই দত্তক নিয়েছিলেন জোলি ও পিট। গুঞ্জনটা সত্যি হয় কিনা তা সময়ই বলে দেবে।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।