ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বাবা-মায়ের হাত ধরে হাঁটতে শুরু করলো তৈমুর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৮
বাবা-মায়ের হাত ধরে হাঁটতে শুরু করলো তৈমুর বাবা-মায়ের হাত ধরে হাঁটতে শুরু করলো তৈমুর

হাঁটতে শুরু করেছে সাইফ আলি খান এবং কারিনা কাপুর খানের একমাত্র ছেলে তৈমুর আলি খান। বাবা-মায়ের হাত ধরেই জীবনের প্রথম পা ফেলেছে সে। আর তাদের এমন দৃশ্যটি ছিলো খুবই মধুর।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তৈমুরকে নিয়ে সাইফ বলেন, ও খুব মিষ্টি। ওকে যখন প্রথম হাঁটতে দেখি তখন তাকে মাতাল একটি শিশুর মতো মনে হয়েছিলো।

বিষয়টি অনেকটা পাগলাটে এবং মিষ্টি। এটি ছিলো আমাদের জীবনের চমৎকার একটি মুহূর্ত।

এরই মধ্যে অন্তর্জাল দুনিয়ায় ছড়িয়ে পড়ছে তৈমুরের হাঁটার বেশ কয়েকটি স্থিরচিত্র। যা রীতিমতো ভাইরাল হয়ে গেছে।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৮
জেআইএম/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।