ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘বিসর্জন’র জন্য ফের পুরস্কৃত জয়া

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৮
‘বিসর্জন’র জন্য ফের পুরস্কৃত জয়া পুরস্কার হাতে জয়া আহসান (ছবি: সংগৃহিত)

গত বছর ডিসেম্বরে ভারতে ‘বিসর্জন’ ছবির জন্য ‘জি সিনে অ্যাওয়ার্ডস’ পান বাংলাদেশের জয়া আহসান। দেশটির চলচ্চিত্র নগরী মুম্বাইয়ে বিকে গ্রাউন্ডসের জমকালো এ আসরের রেশ কাটতে না কাটতেই ভারতে ফের পুরস্কৃত হলেন গুণী এ অভিনেত্রী।

রোববার (১৪ জানুয়ারি) পশ্চিমবঙ্গের চলচ্চিত্র সাংবাদিক অ্যাসোসিয়েশন (ডব্লিউবিএফজেএ) পুরস্কারের দ্বিতীয় সংস্করণে সেরা চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে এ পুরস্কার জিতেছেন জয়া আহসান। আর এ খবরটি জয়া তার ফেসবুক পেজের মাধ্যমে সবাইকে জানিয়েছেন।

জয়া তার ফেসবুক পেজে লিখেছেন, এটি শুধু আমার জন্য স্বীকৃতি নয়। আমাকে যারা ভালোবাসে, তাদের ভালো কাজ উপহার দেওয়ার অনুপ্রেরণা।

সেরা অভিনেত্রী ছাড়াও ছবিটি আরো চারটি বিভাগে ‘ডব্লিউবিএফজেএ’ জিতেছে। কৌশিক গাঙ্গুলী পরিচালিত ‘বিসর্জন’ মুক্তির পর থেকেই ব্যাপক প্রশংসিত হয়। গত বছর ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছে ছবিটি।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৮
জেআইএম/ওএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।