ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘পাষাণ’র ফার্স্ট লুক প্রকাশ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
‘পাষাণ’র ফার্স্ট লুক প্রকাশ ‘পাষাণ’ ছবির পোস্টার

পিস্তল হাতে দৌড়াচ্ছেন কলকাতার নায়ক ওম। তার পেছনে বুম নিয়ে ছুটছেন বাংলাদেশের চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। এটি সৈকত নাসির পরিচালিত ‘পাষাণ’ ছবির পোস্টারের দৃশ্য। সোমবার (১৫ জানুয়ারি) ছবিটির প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া পোস্টারটি প্রকাশ করেছে। 

‘পাষাণ’ ছবির পোস্টারএ প্রসঙ্গে সৈকত নাসির বাংলানিউজকে বলেন, একটি ভালো পোস্টার বহু দর্শককে হলে নিয়ে যায়। পাশাপাশি ছবির কোয়ালিটিও সবার সামনে তুলে ধরে।

আর সে কথা মাথায় রেখেই আমি সবসময় পোস্টার ডিজাইনে অনেক গুরুত্ব দিয়েছি। আশা করছি এই পোস্টারটিও সবার মন কাড়বে।

আগামী মার্চে ‘পাষাণ’ মুক্তি পাওয়ার কথা রয়েছে। এতে প্রথম জুটি বেঁধে অভিনয় করেছেন মিম ও ওম। মিম ছবিটিতে সাংবাদিক চরিত্রে অভিনয় করেছেন। এতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, বিপাশা কবির, সাদেক বাচ্চু, সীমান্ত, শিমুল খান, প্রয়াত মিজু আহমেদ, সাব্বির সিদ্দিকি প্রমুখ।  

‘দেশা দ্য লিডার’ ও ‘হিরো ৪২০’ মুক্তির পর ‘পাষাণ’ সৈকত নাসিরের তৃতীয় সিনেমা। ছবিটির গল্প ও চিত্রনাট্যও তার। বর্তমানে ছবিটি সেন্সর বোর্ডে ছাড়পত্রের অপেক্ষায় রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৮
জেআইএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।