ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

তাদের পেছনে ফেলে শীর্ষে হৃতিক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৮
তাদের পেছনে ফেলে শীর্ষে হৃতিক হৃতিক রোশন, রবার্ট প্যাটিনসন, গডফ্রে গাও ও ক্রিস ইভানস

ঘটনাটি মোটেও অবাক করার মতো নয়। শীর্ষস্থানীয় আন্তর্জাতিক ওয়েবসাইটের দৃষ্টিতে বিশ্বের সেরা ১০ সুদর্শন পুরুষের তালিকায় শীর্ষে রয়েছেন হৃতিক রোশন। চোখধাঁধানো সুন্দর মুখাবয়ব, রঙিন চোখ ও অসাধারণ ব্যক্তিত্বময়তা তাকে এই স্বীকৃতি এনে দিয়েছে।

তারকাদের বিশ্বব্যাপী ফ্যান, বক্স অফিসের হালচাল ও ব্র্যান্ড এন্ড্রোসমেন্ট যাচাই করে প্রতিবছর বিশ্ব সেরা পুরুষদের তালিকা করে থাকে ‘ওয়ার্ল্ড টপ মোস্ট’ নামক একটি ওয়েবসাইট।

এ তালিকায় ‘টোয়াইলাইট’ তারকা রবার্ট প্যাটিনসন (দ্বিতীয়) ও গডফ্রে গাওকে (তৃতীয়) পেছনে ফেলে দিয়েছেন বলিউডের এই সুপারস্টার।

সেরা ১০ সুদর্শন পুরুষের তালিকায় ক্রিস ইভানস চার, সালমান খান পাঁচ, ডেভিড বোরিয়েনাজ ছয় আর নোআহ মিলস আছেন সাত নম্বরে। আট ও নয় নম্বরে আছেন যথাক্রমে হেনরি কেভিল ও টম হিডেলস্টোন।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।