ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

তৌসিফ-লিজার ‘আসমানী’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৯ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৮
তৌসিফ-লিজার ‘আসমানী’ লিজা ও তৌসিফ মাহবুব

প্রায় তিন বছর আগে প্রকাশিত হয় লিজার দ্বিতীয় একক অ্যালবাম ‘পাগলী সুরাইয়া’। এই অ্যালবামটির শ্রোতা প্রিয় গান ‘আসমানী’ নিয়ে নির্মিত হচ্ছে মিউজিক ভিডিও।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) সিলেটের শ্রীমঙ্গলে শুরু হয়েছে এর শ্যুটিং। গানটিতে লিজার সঙ্গে জুটি বেঁধেছেন ছোটপর্দার অভিনেতা তৌসিফ মাহবুব।

লিজা বাংলানিউজকে বলেন, ‘আসমানী’ গানটি আমার অনেক পছন্দের। দেরিতে হলেও এই গানের মিউজিক ভিডিও হচ্ছে, সেজন্য আমি খুব উচ্ছ্বসিত। শ্রোতারাও গানটি আগেই অনেক পছন্দ করেছেন। আশা করছি এবার গানের সঙ্গে ভিডিওটিও সবার মন কাড়বে।

লিজা আরও জানান, এতে খানিকটা অভিনয়ও করেছেন তিনি। এছাড়াও আরও কিছু সারপ্রাইজ আছে তার ভক্তদের জন্য।

গানটির কথা ও সুর শফিন তুহিনের। সোহেল রানা বিদ্যুতের নির্দেশনায় ‘আসমানী’ গানের কোরিওগ্রাফ করছেন আসাদ খান। প্রযোজনা করছে আরটিভি।

২০০৮ সালে সংগীতবিষয়ক রিয়্যালিটি শো ‘ক্লোজ আপ ওয়ান’র চ্যাম্পিয়ন হয়ে লিজার যাত্রা শুরু। তার প্রথম একক অ্যালবাম ‘লিজা পার্ট ওয়ান’ প্রকাশিত হয় ২০১২ সালে।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৮
জেআইএম/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।