ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

অমিতাভ-রণবীর-আলিয়ার সঙ্গে যোগ দেবেন মৌনি!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৮
অমিতাভ-রণবীর-আলিয়ার সঙ্গে যোগ দেবেন মৌনি! অমিতাভ বচ্চন, আলিয়া ভাট, রণবীর কাপুর ও মৌন রয়

অয়ন মুখার্জি পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শ্যুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। সম্প্রতি এর দৃশ্যধারনের জন্য ইজরায়েলে গিয়েছেন রণবীর-আলিয়া। এবারই প্রথম একসঙ্গে জুটিবদ্ধ হচ্ছেন তারা।

করণ জোহর প্রযোজিত ছবিতে রণবীর-আলিয়ার সঙ্গে দেখা যাবে বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনকে। এমনটা অনেক আগেই ঘোষণা দিয়েছিলেন নির্মাতারা।

চমকপ্রদ তথ্য হলো- এই তিনজনের সঙ্গে এবার যোগ দিতে যাচ্ছেন টেলিভিশনের জনপ্রিয় মুখ মৌনি রয়। সম্প্রতি এমনটাই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো।

তবে এ বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি নির্মাতাদের পক্ষ থেকে।

এদিকে, ‘গোল্ড’ নামে একটি ছবির কাজ করছেন মৌনি। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। ছবিতে তার স্ত্রীর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে ‘নাগিন’খ্যাত এই তারকাকে। এটি মুক্তি পাবে আগামী ১৫ আগস্ট।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।