ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘শীস’ বাজায় বলে হলো না বিয়ে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮
‘শীস’ বাজায় বলে হলো না বিয়ে ‘শীস বাবু’ নাটকের দৃশ্য

বিয়ের আসরে কাজী বরকে বললেন- বলুন কবুল। আর বর বাজালো শীস। সবাই তাজ্জাব কবুল বলার এ আবার কেমন রীতি। কিন্তু কনেপক্ষ তো শীস কবুল মানতে নারাজ, কাজী সাহেব নাউজুবিল্লাহ বলছেন দমেদমে।

বরকে বারবার বলা হচ্ছে কিন্তু প্রতিবারই তিনি শীস বাজিয়ে যাচ্ছেন। শেষপর্যন্ত বিয়েটা হলো না।

এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়েঠে নাটক ‘শীস বাবু’।

নূর সিদ্দিকীর রচনায় নাটকটি পরিচালনা করেছেন এল রুমু আখতার। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রাণ রায় ও পুতুল। তাদের পাশাপাশি আরও রয়েছেন কেএস ফিরোজ, রুহুল আমিন, সোলায়মান খোকা শাওন ইমতিয়াজ, সাবরিনা শাফিসহ প্রমুখ।

নাটক প্রসঙ্গে প্রাণ রায় ও পুতুল একই সুরে বলেছেন- এটা কমেডি নয় স্যাটায়ারধর্মী নাটক। আর একারণেই দর্শকও ভিন্নরকম বিনোদন পাবেন।

শনিবার (২০ জানুয়ারি) ৯টায় বিটিভিতে প্রচারিত হবে ‘শীস বাবু’।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।