ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সারাজীবন কৃতজ্ঞ থাকবো অক্ষয়ের কাছে: বানসালি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৮
সারাজীবন কৃতজ্ঞ থাকবো অক্ষয়ের কাছে: বানসালি সঞ্জয়লীলা বানসালি ও অক্ষয় কুমার

মাত্র কয়েক ঘণ্টা আগে মিটে গেলো এ বছরের প্রথম ও সবচেয়ে বড় সংঘর্ষ। অর্থাৎ বক্স অফিসে আর মুখোমুখি হতে হচ্ছে না সঞ্জয়লীলা বানসালি পরিচালিত ‘পদ্মাবত’ ও অক্ষয় কুমার অভিনীত ‘প্যাডম্যান’।

আগমী ২৫ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিলো ছবি দুটির। কিন্তু এখন শুধু ‘পদ্মাবত’ই মুক্তি পাবে ওই তারিখে।

কেননা ‘প্যাডম্যান’-এর মুক্তির তারিখ পিছিয়ে আগামী ৯ ফেব্রুয়ারি করে দেওয়া হয়েছে।

শুক্রবার (১৯ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলেন সঞ্জয়লীলা বানসালি ও অক্ষয় কুমার। সেখানেই এ সুখবরটি ভক্তদের জানান তারা।

ছবির তারিখ পরিবর্তন করায় অক্ষয়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বানসালি। তিনি বলেন, ‘এই তারিখটি (২৫ জানুয়ারি) তারও ছিলো। কিন্তু আমরা যখন তার কাছে এসে এটি পরিবর্তন করতে বললাম দুই মিনিটও না ভেবে সেটি পরিবর্তন করতে রাজি হয়ে গেলেন তিনি। এজন্য সারাজীবন কৃতজ্ঞ থাকবো অক্ষয়ের কাছে। ’

অক্ষয় কুমার বলেন, ‘এই মুহূর্তে আমার ছবির থেকে তাদের ছবিটি আগে মুক্তি দেওয়া প্রয়োজন। বানসালির সঙ্গে অনেক কাজ করেছি। তিনি ভালো একজন বন্ধুও। তাই চিন্তা করলাম এতোটুকু তো করাই যায়। ’

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।