ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

রণবীরের ফিল্মি স্যুট

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০২ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৮
রণবীরের ফিল্মি স্যুট রণবীর সিং (ছবি: সংগৃহীত)

শনিবার (২০ জানুয়ারি) মুম্বাইয়ের ওরলির এনএসসিআই ডোমে অনুষ্ঠিত হয়েছে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের ৬৩তম আসর। যেখানে উপস্থিত ছিলেন বলিউডের বাঘা বাঘা তারকারা।

প্রত্যেকেই নানা ডিজাইনের, নানা রঙের পোশাক গায়ে জড়িয়ে হেঁটেছেন লালগালিচায়। কিন্তু অদ্ভুত পোশাক পরে চমকে দিয়েছেন বলিউডের ‘স্টাইল আইকন’খ্যাত তারকা রণবীর সিং।

নানা ছবির পোস্টারে মুদ্রিত স্যুট পরে অনুষ্ঠানে হাজির হয়েছেন তিনি।

এ প্রসঙ্গে ‘বাজিরাও মাস্তানি’খ্যাত এই তারকা জানান, ৮০ ও ৯০ দশকের তার পছন্দের ছবিগুলোর পোস্টার পোশাকটিতে ছাপা হয়েছে। বিষয়টি নিয়ে তিনি বেশ উচ্ছ্বসিত।  

রণবীর সিংয়ের স্যুটে ছিলো তার প্রিয় ‘আজুবা’, ‘বাজিগর’, ‘মাস্ত’, ‘দিওয়ার’, ‘রাম লক্ষণ’, ‘ঘায়েল’, ‘আঁখে’,  ‘যাদুকর’সহ অসংখ্য জনপ্রিয় ছবির পোস্টার।  

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৮
জেআইএম/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।