ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য পদে শপথ নিলেন নিরব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৮
শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য পদে শপথ নিলেন নিরব চিত্রনায়ক নিরব হোসেন। ছবি- বাংলানিউজ

ঢাকা: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য পদে শপথ নিলেন চিত্রনায়ক নিরব হোসেন। 

রোববার (২১ জানুয়ারি) বিকেলে এফডিসিতে অবস্থিত শিল্পী সমিতির স্টাডি রুমে নিরবকে শপথ বাক্য পাঠ করান সমিতির সভাপতি মিশা সওদাগর।

মিশা সওদাগর বাংলানিউজকে বলেন, কার্যনির্বাহী সদস্য পদ থেকে নানা শাহ গত বছর পদত্যাগ করেন।

তার পদটি খালি থাকায় সমিতির নিয়ম অনুযায়ী কমিটির সবার সম্মতিতে নিরবকে নতুন কার্যনির্বাহী সদস্য হিসেবে শপথ পাঠ করানো হয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য পদে শপথ নিচ্ছেন চিত্রনায়ক নিরব হোসেন।

এ বিষয়ে চিত্রনায়ক নিরব বলেন, শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য হতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। এটা একটা বড় দায়িত্ব। আমি সবসময় শিল্পী সমিতির স্বার্থে কাজ করে যাবো।

২০১৭’র ৫ মে শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে জয়লাভ করেন অভিনেতা মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন চিত্রনায়ক জায়েদ খান।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৮
জেআইএম/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।