ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বন্ধুর বিয়েতে নেচে মাতালেন আলিয়া

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৮ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৮
বন্ধুর বিয়েতে নেচে মাতালেন আলিয়া নজরকাড়া সাজে আলিয়া ভাট

ঘনিষ্ঠ এক বন্ধুর বিয়েতে নেচে সবাইকে মাতিয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। সেই নাচের ভিডিও ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। 

জানা যায়, যোধপুরে ঘনিষ্ঠ বন্ধু কৃপা মেহতার বিয়েতে নেচে সবার নজর কাড়েন ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ তারকা।

সংবাদমাধ্যম জানায়, গত বছর মুক্তিপ্রাপ্ত ‘মুবারকান’ ছবির জনপ্রিয় গান ‘হাওয়া হাওয়া’র সঙ্গে নেচেছেন এই অভিনেত্রী।

নজরকাড়া ডিজাইনের লেহেঙ্গা পরিহিত আলিয়ার সঙ্গে নাচেন বেশ ক’জন সঙ্গীও।

বান্ধবীর সঙ্গে আলিয়া ভাট
‘হাইওয়ে’ ও ‘উড়তা পাঞ্জাব’র অভিনয়ে বলিউড কাঁপানো আলিয়া বর্তমানে জোয়া আখতার পরিচালিত ‘গুল্লি বয়’ ছবির শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। ছবিটিতে তার বিপরীতে অভিনয় করছেন রণবীর সিং।
  
তাছাড়া, আগামী ১১ মে মুক্তি পেতে যাচ্ছে আলিয়া অভিনীত ‘রাজি’। মেঘনা গুলজার পরিচালিত এ ছবিতে আলিয়া ভাটের বিপরীতে অভিনয় করছেন ভিকি কুশাল। ছবিটির প্রচারণায় মাঠে নামবেন ‘ডিয়ার জিন্দেগী’খ্যাত এই নায়িকা।
বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৮
জেআইএম/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।