ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আমিরকে পেছনে ফেললেন সালমান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৮
আমিরকে পেছনে ফেললেন সালমান আমির ও সালমানের সিনেমার চীনা পোস্টার

চীনে আগামী ২ মার্চ মুক্তি পেতে যাচ্ছে সালমান খান অভিনীত সিনেমা ‘বজরঙ্গি ভাইজান’। এই ছবি দিয়ে চীনে সালমানের অভিষেক হচ্ছে।

এর আগে চীনে আমির খানের ‘দঙ্গল’ মুক্তি পেয়েছে ৭ হাজার স্ক্রিনে ও ‘সিক্রেট সুপারস্টার’ মুক্তি পেয়েছে ৫ হাজার স্ক্রিনে। আর ‘বজরঙ্গি ভাইজান’ মুক্তি পেতে যাচ্ছে প্রায় ৮ হাজার স্ক্রিনে।

এতে করে এখন পর্যন্ত চীনে ভারতীয় ছবি হিসেবে সর্বাধিক স্ক্রিনের রেকর্ডটি চলে যাচ্ছে সালমানের ছবির দখলে। আর সংখ্যার দিক থেকে আমির খানকে পেছনে ফেলে দিলেন সালমান খান।  

চীনে ‘পিকে’ ও ‘দঙ্গল’ প্রায় ২ হাজার কোটি টাকা ব্যবসা করেছে। ধারণা করা হচ্ছে, ‘বজরঙ্গি ভাইজান’ আয়ের দিক থেকেও আমিরকে পেছনে ফেলে দেবে। এরইমধ্যে বজরঙ্গি ভাইজানের চীনা পোস্টারও প্রকাশ পেয়েছে।

কবির খান পরিচালিত ছবিটি ভারতে ৩২০ কোটি রুপি আয় করেছে। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ছবিটিতে সালমানের সঙ্গে অভিনয় করেছেন কারিনা কাপুর, হারশালি, নওয়াজুদ্দীন সিদ্দিকী,  মেহের ভিজ।

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৮
জেআইএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।