ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

চীন কাঁপাচ্ছে ‘সিক্রেট সুপারস্টার’, ৮ দিনে আয় ৩২৭ কোটি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০২ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৮
চীন কাঁপাচ্ছে ‘সিক্রেট সুপারস্টার’, ৮ দিনে আয় ৩২৭ কোটি ‘সিক্রেট সুপারস্টার’র পোস্টার

ভারতে যখন জয়রথ চলছে রণবীর সিং, দীপিকা পাড়ুকোন ও শহিদ কাপুরের ‘পদ্মাবত’র, ঠিক সেই সময়ে চীনের প্রেক্ষাগৃহ কাঁপাচ্ছে আমির খান-জায়রা ওয়াসিমের ‘সিক্রেট সুপারস্টার’। প্রতিবেশী দেশটিতে মুক্তির আট দিনেই অদ্বৈত চন্দন পরিচালিত চলচ্চিত্রটি তুলে নিলো সোয়া ৩শ’ কোটি রুপিরও বেশি।

ভারতে মুক্তির তিন মাস পর গত ১৯ জানুয়ারি ‘মিস্টার পারফেকশনিস্ট’ ও তার স্ত্রী কিরণ রাও প্রযোজিত ‘সিক্রেট সুপারস্টার’ মুক্তি পায় চীনে। মুক্তির প্রথম সপ্তাহেই ছবিটি ব্লকবাস্টার ব্যবসা করে।

মাত্র ১৫ কোটি রুপি বাজেটের ছবিটি গত শনিবার (২৭ জানুয়ারি) পর্যন্ত চীনে আয় করে ফেলেছে ৩২৭ কোটি রুপির মতো।

এর আগে চীনে ব্যাপক সাড়া ফেলে দিয়েছিল আমিরের ‘দঙ্গল’ও। ছবিটি প্রায় ১ হাজার ২০০ কোটি রুপি ব্যবসা করে সেখানে। নীতেশ তিওয়ারি পরিচালিত ‘দঙ্গল’ই এখন পর্যন্ত চীনে সবচেয়ে বেশি আয়ের রেকর্ডধারী ভারতীয় চলচ্চিত্র।  

ওই রেকর্ড ‘সিক্রেট সুপারস্টার’ ভাঙতে পারবে কি-না, সেটা সময়ই বলে দেবে। তবে ‘দঙ্গল’র মুক্তির প্রথম দিনের আয়কে পেছনে ফেলে ২০ কোটি রুপি ঝুলিতে পুরে ‘আগাম বার্তা’ দিয়ে রাখলো ‘সিক্রেট সুপারস্টার’।

শত বাধা ডিঙিয়ে এক রক্ষণশীল পরিবারের কিশোরী মেয়ের সুপারস্টার হয়ে যাওয়ার গল্প নিয়ে নির্মিত চলচ্চিত্রটি গত বছরের ১৯ অক্টোবর মুক্তি পায় ভারতজুড়ে। তবে স্বদেশে তেমন কোনো সাড়া পাননি আমির খান। বাজিমাত করে ফেললেন চীনে।

ছবিটিতে ‘দঙ্গল’ জুটি আমির-জাইরা ছাড়াও অভিনয় করেছেন মেহের ভিজ, রাজ অর্জুন প্রমুখ। চলচ্চিত্রটি সব মিলিয়ে এখন পর্যন্ত বক্স অফিস থেকে লুফে নিয়েছে ৫৮২ কোটি রুপিরও বেশি।

বাংলাদেশ সময়: ০১৫৬ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৮
জেআইএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।