ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বিয়ে করেছেন নুসরাত!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০১ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৮
বিয়ে করেছেন নুসরাত! নুসরাত জাহান

২০১১ সালে রাজ চক্রবর্তী পরিচালিত ‘শত্রু’ সিনেমার মাধ্যমে টালিউডে পা রাখেন নুসরাত জাহান। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। অভিনয় দক্ষতার গুনে জয় করে নিয়ে কোটি দর্শকের হৃদয়। শোনা যাচ্ছে- বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন নুসরাত। সম্প্রতি এমনটাই তথ্য প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো।

প্রকাশিত ওই প্রতিবেদনে জানা যায়, গত বছরের ১ ডিসেম্বর দীর্ঘদিনে প্রেমিক ভিক্টরের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী।

এ প্রসঙ্গে নুরসাতের একটি ঘনিষ্ঠসূত্র জানান, নুসরাত-ভিক্টর বিবাহিত।

প্রফেশনাল ও ব্যক্তিগত কারনে তারা এই বিয়ের বিষয়টি গোপন রেখেছেন। তবে দু’জনের কাছের বন্ধু-বান্ধব এই বিষয়টি জানেন।

বিয়ে প্রসঙ্গে নুসরাতের কাছে জানতে চাইলে বিষয়টি এড়িয়ে তিনি বলেন, ‘আমি ও ভিক্টর এনগেজড। আমাদের বিয়ের সময় পুরো শহরের মানুষ জানতে পারবে। সাতদিন ধরেই সব ধরনের আনুষ্ঠানিকতা পালন করবো। আমাদের সম্পর্ক ছয় বছরের। আগামী বছরই বিয়ে করার ইচ্ছা রয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।