ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বাপ-বেটির সানডে সেলফি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৮
বাপ-বেটির সানডে সেলফি বাবা শহিদ কাপুরের সঙ্গে মিশা কাপুর

তারকা সন্তানদের নিয়ে ভক্তদের আগ্রহ কম থাকে না। এ কথা খুব ভালো করেই জানেন শহিদ কাপুর। তাইতো যখনই সুযোগ পান মেয়ে মিশা কাপুরের সঙ্গে কাটানো মুহূর্তের স্থিরচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শেয়ার করেন এই অভিনেতা। যাতে পড়ে যায় লাইক, শেয়ার ও কমেন্টের ঝড়।

রোববার (ভারতীয় সরকারি ছুটি দিন) ইনস্টাগ্রামে মেয়ের সঙ্গে তোলা একটি সেলফি শেয়ার করেছেন শহিদ কাপুর। এর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘হ্যাপি সানডে।

২০১৫ সালের ৭ জুলাই দিল্লির মেয়ে মীরা রাজপুতের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন শহিদ। ২০১৬ সালে ২৬ আগস্ট তাদের ঘর আলোকিত করে আসে মেয়ে মিশা কাপুর। মেয়েকে আদর করে ‘মিসসি’ বলে ডাকেন শহিদ।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।