ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

এবার চঞ্চলের নায়িকা নুসরাত!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৮
এবার চঞ্চলের নায়িকা নুসরাত! চঞ্চল চৌধুরী ও নুসরাত জাহান

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খানের পর, এবার চঞ্চল চৌধুরীর নায়িকা হিসেবে দেখা যাবে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহানকে। সম্প্রতি একটি গণমাধ্যমের ফেসবুক লাইভে এসে এমনটা নিজেই জানিয়েছেন চঞ্চল।

নাট্যনির্মাতা গোলাম সোহরাব দোদুলের পরিচালিত ছবিতে দেখা যাবে চঞ্চল-নুসরাত জুটিকে। আগামী মার্চে শুরু হবে এর দৃশ্যধারণ।

তবে এখনও নাম ঠিক হয়নি ছবিটির।

জানা গেছে, নুসরাতের সঙ্গে ছবিটির ব্যাপারে কথাবার্তা হয়েছে। তিনি মৌখিকভাবে রাজি হয়েছেন। তবে এখনও চুক্তি স্বাক্ষর হয়নি।  

সবশেষ ‘আয়নাবাজি’ ছবিতে দেখা গেছে চঞ্চল চৌধুরীকে। বর্তমানে হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘দেবী’ ছবির কাজ করছেন তিনি।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।