ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করলেন জিনাত

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪২ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৮
ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করলেন জিনাত জিনাত আমান

শ্লীলতাহানির অভিযোগ করে অমর খান্না নামে এক মুম্বাই ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন বলিউড অভিনেত্রী জিনাত আমান। সম্প্রতি এমনটাই তথ্য প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো।

জিনাতের অভিযোগ, গত কয়েক মাস ধরে অমর তাকে শ্লীলতাহানি করেছেন। সেই সঙ্গে করেছেন দুর্ব্যবহার।

পাশাপাশি অপরাধমূলক অনুসন্ধি নিয়ে অনুসরণ করছেন তাকে।

বিষয়টি নিশ্চিত করে মুম্বাই পুলিশ জানান, কয়েক মাস আগে জিনাত ও অমরের পরিচয় হয়। কিন্তু কোনও কারণে তাদের সম্পর্ক টেকেনি। এরপর অমরের সঙ্গে কথা বলা বন্ধ করে দেন জিনাত। তবে সেটি মানতে নারাজ ছিলেন অমর।  

যোগ করে পুলিশ আরও জানান, ভারতীয় দণ্ডবিধির ৩০৪ডি ও ৫০৯ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।

দীর্ঘদিন ধরেই রূপালি পর্দার আড়ালে রয়েছেন জিনাত আমান। ৭০ ও ৮০ দশকের জনপ্রিয় অভিনেত্রী ছিলেন তিনি। তার অভিনীত ছবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য- ‘সত্তম শিবম সুন্দরম’, ‘কুরবানি’, ‘আজানাবি’, ‘ডন’, ‘দোস্তানা’ ‘হিরা পান্না’, ‘শালিমার’, ‘মহান’, ‘দার্দ’সহ প্রমুখ। এমনকি তিনি দক্ষিণ এশিয়ার প্রথম নারী যিনি ১৯৭০ সালে ‘মিস এশিয়া প্যাসিফিক’ খেতাব জিতেছেন।

বাংলাদেশ সময়: ১১৪১ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।