ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মালয়েশিয়ায় নিষিদ্ধ ‘পদ্মাবত’!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৪ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৮
মালয়েশিয়ায় নিষিদ্ধ ‘পদ্মাবত’! ‘পদ্মাবত’ ছবির দৃশ্য

বিতর্ক যেনো পিছু ছাড়ছেই না ‘পদ্মাবত’র। নানা বাধা-বিপত্তি পেরিয়ে গত ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে ছবিটি। তবে ভারতের বেশ কয়েকটি রাজ্যে এখনও মুক্তি পায়নি ছবিটি। এসব পুরাতন খবর।

নতুন খবর হলো- এবার আরও এক দেশে নিষিদ্ধ হতে যাচ্ছে ‘পদ্মাবত’। তবে ভারত নয়, মালয়েশিয়ায়।

সম্প্রতি এমনটাই তথ্য প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো।

এ প্রসঙ্গে ভারতীয় সেন্সর বোর্ডের চেয়ারম্যান জামবেরি আবদুল আজিজ জানিয়েছেন, সঞ্জয়লীলা বানসালির 'পদ্মাবত'-এ এমন কিছু দৃশ্য রয়েছে যা মুসলিম ধর্মাবলম্বী মানের ভাবাবেগে আঘাত হানতে পারে। তাই মালেশিয়ার মতো মুসলিম প্রধান দেশে এই ছবির মুক্তি দেওয়া একটু ঝুঁকির কাজ হয়ে যাবে।
 
যোগ করে তিনি আরও বলেন, ঝুঁকি কোনওভাবেই নিতে রাজি নয় সেন্সর বোর্ড। যদিও দেশের ফিল্ম ডিস্ট্রিবিউটাররা ছবিটিকে ছাড়পত্র দেওয়ার আবেদন জানিয়েছেন। কিন্তু এখনই সেই আবেদনে কোনও গুরুত্ব দেওয়া হচ্ছে না বলেও জানিয়েছেন তিনি। সেই আবেদনপত্র আপিল কমিটির কাছে পাঠানো হয়েছে। সেখানে অনুমোদন পেলেই বিষয়টি ভেবে দেখা হবে।

‘পদ্মাবত’-এ প্রধান চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, শহিদ কাপুর ও রণবীর সিং।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।