ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আবার পিছিয়ে গেলো ‘টু পয়েন্ট জিরো’ মুক্তির তারিখ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৮
আবার পিছিয়ে গেলো ‘টু পয়েন্ট জিরো’ মুক্তির তারিখ ‘টু পয়েন্ট জিরো’ ছবির পোস্টার

রজনীকান্ত ভক্তদের জন্য দুঃসংবাদ। আবারও পিছিয়ে গেলো ‘টু পয়েন্ট জিরো’ ছবির মুক্তির তারিখ। আগামী ১৪ এপ্রিল প্রেক্ষাগৃহে আসার কথা ছিলো ছবিটির। কিন্তু সেটি নাকি আর হচ্ছে না। সম্প্রতি এমনটাই তথ্য প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো।

বিষয়টি নিশ্চিত করে বণিজ্য গবেষক রমেশ বালা টুইটারে লিখেছেন, “১৪ এপ্রিল মুক্তি পচ্ছে না সুপারস্টার রজনীকান্ত ও অক্ষয় কুমার অভিনীত ‘টু পয়েন্ট জিরো’। কেননা আরও দুই/তিন মাস পিছিয়ে দেওয়া হয়েছে এর মুক্তির তারিখ।

প্রথমে ২০১৭ সালের ২৭ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা ছিলো ‘টু পয়েন্ট জিরো’র। এরপর সেটি পিছিয়ে ২০১৮ সালের ২৬ জানুয়ারি করা হয়। পরবর্তীতে সেটিও পাল্টে চলে যায় ১৪ এপ্রিলে। আর এখন এটিও…।

২০১০ সালে মুক্তিপ্রাপ্ত ‘রোবট’ ছবির সিক্যুয়েল ‘টু পয়েন্ট জিরো’। এবারই প্রথম রজনীকান্তর সঙ্গে পর্দা ভাগাভাগি করেছেন অক্ষয়। এতে খলচরিত্র ড. রিচার্ডস হিসেবে আছেন অক্ষয়। এক নিরীক্ষায় ব্যর্থ হওয়ার কারণে পক্ষীমানবের মতো প্রাণীতে পরিণত হন তিনি। এরপর বিজ্ঞানী বাসীগারান ও তার সৃষ্টি রোবট চিট্টির বিরুদ্ধে চলে যায় ড. রিচার্ডস। বাসীগারান ও চিট্টি উভয় চরিত্রে আবারও অভিনয় করেছেন রজনীকান্ত।

প্রায় ৪৫০ কোটি রুপি বাজেটের এই ছবিটি ইতোমধ্যে ১১০ কোটি রুপি আয় করে নিয়েছে। তামিল, তেলেগু ও হিন্দি ভাষায় মুক্তি পাবে ছবিটি।

‘টু পয়েন্ট জিরো’র অন্য অভিনয়শিল্পীরা হলেন অ্যামি জ্যাকসন, সুধাংশু পাণ্ডে ও আদিল হুসেন।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।