ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

রানার সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন রাকুল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪১ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৮
রানার সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন রাকুল রাকুল ও রানা-ছবি:সংগৃহীত

প্র্রেম করছেন ‌‌‌‘বাহুবলী’খ্যাত তারকা রানা ডাগ্গুবাতি ও রাকুল প্রীত সিং। গত কয়েকদিন ধরে এমনই খবর প্রকাশ করছে ভারতীয় সংবাদমাধ্যম। 

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিষয়টি নিয়ে মুখ খুললেন রাকুল প্রীত সিং। এ প্রসঙ্গে ‌‘ইয়ারিয়া’ খ্যাত এই তারকা বলেন, আমার ও রানার প্রেম নিয়ে গত কয়েকদিন ধরে নানা রকম গুঞ্জন শুনছি।

যা বেশ হাস্যকর। আমি আপনাদের জানাতে চাই, রানা ও আমি শুধু একজন ভালো বন্ধু। যিনি প্রয়োজনে সবসময় আমার পাশে থাকেন। এর বাহিরে আমাদের আর কোনো সম্পর্ক নেই।

যোগ করে ২৭ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, আমি পরিবার ছেড়ে হায়দ্রাবাদে থাকি। এখানে আমার ১৫-২০ জন বন্ধুর একটি দল রয়েছে আমার। রানা এবং আমি সেই দলেরই অংশ। এছাড়া রানা আমার প্রতিবেশীও। তাই আমাদের সবসময় একসঙ্গে দেখা যায়।

ভালোবাসার প্রসঙ্গে রাকুল জানান, আপনাদের একটি বিষয়ে বলে দিতে চাই। আমি এখন শুধু আমার কাজের প্রতি নজর দিচ্ছি। যখন আমার জীবনে ভালোবাসা আসবে তখন আপনাদের সকলকে জানাবো। কারণ এটি লুকানোর মতো কোনো বিষয় নয়।        

বর্তমানে মনজ বাজপেয়ি পরিচালিত ‘আইয়ারি’ ছবির কাজ নিয়ে ব্যস্ত রাকুল প্রীত সিং। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।