ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ব্যথায় কাবু রানী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৮
ব্যথায় কাবু রানী রানী মুখার্জি-ছবি:সংগৃহীত

স্বামী সন্তান ও সংসার নিয়ে ব্যস্ত থাকার কারণে দীর্ঘদিন রূপালি পর্দা থেকে আড়ালে ছিলেন বলিউড তারকা রানী মুখার্জি। এবার ‘হিচকি’ ছবির মধ্য দিয়ে প্রত্যাবর্তন ঘটছে তার। বর্তমানে ছবিটির প্রচারণা নিয়ে ব্যস্ত এই অভিনেত্রী।

এরই ধারাবাহিকতায় ভারতীয় টেলিভিশন চ্যানেল স্টারপ্লাসে প্রচারিত জনপ্রিয় শো ‘ইন্ডিয়াস নেক্সট সুপারস্টার’-এর সেটে গিয়েছিলেন রানী। কিন্তু সেখানে পৌঁছেও নাকি শ্যুটিং বাতিল করতে হয় ‘ব্ল্যাক’খ্যাত এই তারকাকে।

সম্প্রতি এমনটাই তথ্য জানিয়েছে পরিচালক রোহিত শেঠি ও করণ জোহর।

এ প্রসঙ্গে রানীর একটি ঘনিষ্ঠ সূত্র জানান, শ্যুটিং করতে এসে হঠাৎ করেই ‘ব্যাক পেন’ শুরু হয় রানীর। কিছুক্ষণ অপেক্ষার পরও সে ব্যথা কমেনি। তাই শ্যুটিং বাতিল করে বাড়িতে চলে যান তিনি।  

জানা গেছে- কয়েকদিন আগেই নাকি আঘাত পেয়েছেন রানী। যার কারণে পিঠ-কাঁধের ব্যথায় ভুগতে হচ্ছে তাকে। তবে তিনি কিভাবে ব্যথা পেয়েছেন তা এখনও জানা যায়নি।  

‘হিচকি’তে রানীকে দেখা যাবে নয়না মাথুর চরিত্রে। টোরেট সিনড্রোমে ভুগছেন তিনি। ঘনঘন হেঁচকি দেন নয়না, তবে অনিচ্ছাকৃত। তবুও স্কুল শিক্ষিকা হওয়ার স্বপ্ন তার।

‘হিচকি’ পরিচালনা করেছেন সিদ্ধার্থ পি. মালহোত্রা। আগামী ২৩ ফেব্রুয়ারি মুক্তি পাবে ছবিটি।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।