ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

জিয়া আত্মহত্যায় সুরজ পাঞ্চোলির বিরুদ্ধে চার্জ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৮
জিয়া আত্মহত্যায় সুরজ পাঞ্চোলির বিরুদ্ধে চার্জ জিয়া খান ও সুরজ পাঞ্চোলি

২০১৩ সালের জুনে আত্মহত্যা করেন অভিনেত্রী জিয়া খান। তখন আত্মহত্যার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মুম্বাই পুলিশ বলিউডের অভিনেতা অদিত্য পাঞ্চোলির ছেলে সুরজ পাঞ্চোলিকে গ্রেপ্তার করে। পরে অবশ্য সে জামিনে ছাড়া পায়।

সম্প্রতি সুরজ পাঞ্চোলির বিরুদ্ধে চার্জ (অভিযোগ) গঠন করেছেন আদালত। এতে বলে হয়, জিয়ার আত্মহত্যার ঘটনায় তার প্রেমিক সুরজ প্ররোচনা দিয়েছেন।

ইন্ডিয়ান প্যানেল কোডের ৩০৬ ধারায় আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে এ মামলার শুনানি শুরু হবে।  

এই প্রসঙ্গে অদিত্য পাঞ্চোলি বলেন, ‘এ দিনটির জন্য আমরা সাড়ে ৪ বছর ধরে অপেক্ষা করেছিলাম। তাই আজ আমরা অনেক খুশি। এখন সত্যিকারের লড়াই শুরু হলো। যদি সুরজ অপরাধী হয় তাহলে সে শাস্তি পাবে। আর যদি না হয় তাহলে সে মুক্ত হয়ে যাবে।

‘হিরো’ খ্যাত অভিনেতা সুরজ নিজেকে নির্দোষ দাবি করছেন। যদি সুরজ দোষী সাব্যস্ত হয় তাহলে তার ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে বলে জানা যায়।

জিয়া খান সুইসাইড-নোটে সুরজের প্রতি নানা অভিযোগ দিয়েছিলেন। সে সূত্র ধরেই পুলিশ সুরজকে গ্রেফতার করেছিলেন।  

এদিকে অভিনেত্রী জিয়া খানের মা সুরজকে সরাসরি খুনি বলে আখ্যায়িত করেন। তিনি সুরজের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করেন।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৮
জেআইএম/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।