ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শ্যামলী সিনেমা হল-স্টার সিনেপ্লেক্সে আবার ‘আয়নাবাজি’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৮
শ্যামলী সিনেমা হল-স্টার সিনেপ্লেক্সে আবার ‘আয়নাবাজি’ 'আয়নাবাজি' ছবির পোস্টার

দর্শকদের অনুরোধে শুক্রবার (২ ফেব্রুয়ারি) থেকে শ্যামলী সিনেমা হল ও স্টার সিনেপ্লেক্সে আবার প্রদর্শীত হবে ‘আয়নাবাজি’। এই স্পেশাল শো’র টিকেট পাওয়া যাবে শ্যামলী ও স্টার সিনেপ্লেক্সেই।

জানা গেছে- উৎসব মুহূর্তটিকে আরও আনন্দঘন করতে ‘আয়নাবাজি’র কলাকুশলীরাও দর্শকদের সঙ্গে সিনেমাটি উপভোগ করবেন।

এ বিষয়ে পরিচালক অমিতাভ রেজা চৌধুরী বলেন, “সিনেমা বানাতে গিয়ে নতুন নতুন আবিষ্কারের ঘটনা ঘটে।

'আয়নাবাজি' বানাতে গিয়ে আমার আবিষ্কার কম কিছু নয়। ছবিটি বানিয়ে আমি আমার দেশের আপামর গণমানুষকে নতুনভাবে আবিষ্কার করেছি। এক সময়ের হলবিমুখ দর্শক সিনেমা ভালবেসে হলে এসেছে। 'আয়নাবাজি' দেখেছে। ”

যোগ করে তিনি আরও বলেন, “আমি বাংলাদেশের যেখানে গিয়েছি, কেউ না কেউ এসে আমাকে 'আয়নাবাজি' দেখে নিজের উচ্ছ্বাসে কথা জানিয়েছে। এখনও এসে অনেকে জিজ্ঞেস করে ছবিটি কি আবার দেখার উপায় আছে কিনা। জানাতে ভালো লাগছে, স্টার সিনেপ্লেক্স ও শ্যামলী সিনেমা হল আবার সেই সুযোগ করে দিচ্ছে। শুক্রবার থেকে এই দুটি হলে আবার প্রদর্শিত হবে ছবিটি। ফের 'আয়নাবাজি' দেখার আমন্ত্রণ। ”

'আয়নাবাজি'তে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাবিলা, লুৎফর রহমান জর্জ, হিরা চৌধুরী, শওকত ওসমান, গাওসুল আলম শাওনসহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।