ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সন্ধ্যায় ইরেশ-মিমের হলুদ, রোববার বিয়ে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৮
সন্ধ্যায় ইরেশ-মিমের হলুদ, রোববার বিয়ে ইরেশ যাকের ও মিম রশিদ

গুঞ্জনই সত্য হলো। বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন অভিনেতা ইরেশ যাকের ও মিম রশিদ।  শুক্রবার (০২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাদের হলুদ অনুষ্ঠান। রোববার (০৪ ফেব্রুয়ারি) রাজধানীর একটি পার্টি সেন্টারে হবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা।

শুক্রবার (০২ ফেব্রুয়ারি) বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন ইরেশ যাকের। তিনি বলেন, “হ্যাঁ, আমরা বিয়ে করছি।

আজ হলুদের অনুষ্ঠান ও রোববার বিয়ে। খুব তাড়াহুড়া করে সব ঠিক হয়ে গেলো। বিয়েতে আমাদের দুই পরিবারের খুব ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন ও আমার কাছের বন্ধুদের আমন্ত্রণ জানিয়েছি। ”

মিমকে বিয়ে প্রসঙ্গে ইরেশ বলেন, “প্রায় ১১ বছরের বন্ধুত্ব আমাদের। দু’জনের মধ্যে খুব ভালো বোঝাপড়া। সবসময় আমরা একে অপরের পাশে ছিলাম। বেশ কয়েক মাস ধরে আমাদের বন্ধুত্বের সম্পর্কটি ভালোবাসায় রূপ নেয়। তাই আর দেরি না করে দুই পরিবারের সম্মতিতে বিয়ের সিদ্ধান্ত নিই। ”

মার্চে নেপালের কাঠমুণ্ডতে অনুষ্ঠিত হবে ইরেশ-মিমের বিবাহোত্তর সংবর্ধনা।

২৪ জানুয়ারি ইরেশ ও তার পরিবার মিমের বসায় বিয়ের প্রস্তাব নিয়ে গেলে তারা বিয়েতে সম্মতি দেয়। এরপর ২৭ তারিখ তাদের আংটি বদল হয়। ২৯ ও ৩০ জানুয়ারি দু’জন ভারত থেকে বিয়ের কেনাকাটা শেষে দেশে ফেরেন।

নন্দিত তারকা দম্পতি আলী যাকের ও সারা যাকের ছেলে ইরেশ যাকের। ২০১৫ সালে ‘ছুঁয়ে দিলে মন’ ছবির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। এছাড়া তাকে ছোট পর্দায় অভিনয় ও উপস্থাপনা করতে দেখা যায়।
 
অভিনেত্রী ও সঙ্গীতশিল্পী মিথিলার ছোট বোন মিম। তিনি বর্তমানে নির্মাতা রেদওয়ান রনি'র প্রযোজনা প্রতিষ্ঠান পপকর্ণ এন্টারটেইনমেন্টে এক্সিকিউটিভ প্রডিউসার হিসেবে কর্মরত আছেন। এটি ইরেশের প্রথম বিয়ে হলেও মিমের দ্বিতীয় বিয়ে। এর আগে গোপনে নির্মাতা অমিতাভ রেজার সঙ্গে ঘর বেধেছিলেন মিম।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৮
জেএইএম/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।